skip to content
Thursday, June 13, 2024

skip to content
HomeকলকাতাAssembly Meeting: আজ বিধানসভার সর্বদল বৈঠক, পঞ্চায়েত ভোটের আগে অধিবেশনে সবার নজর

Assembly Meeting: আজ বিধানসভার সর্বদল বৈঠক, পঞ্চায়েত ভোটের আগে অধিবেশনে সবার নজর

Follow Us :

কলকাতা: আজ, বুধবার রাজ্য বিধানসভায় (assembly) সর্বদল বৈঠক। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরুর আগে এই বৈঠক হতে চলেছে। বিরোধী দলগুলি ডেঙ্গি, শিক্ষক নিয়োগ নিয়ে এই অধিবেশনে আলোচনার প্রস্তাব দিতে পারে। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনায় বিরোধীরা জোর দেবে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (partha chattopadhyay) গ্রেফতার হওয়ার পর এই প্রথম বিধানসভার অধিবেশন বসতে চলেছে।  এছাড়াও একাধিক বিধায়ক নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়ে রয়েছেন। গরুপাচার নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জোর তদন্ত চলছে। ইডি ও সিবিআই জোড়া ফলায় বিদ্ধ শাসক শিবির। সামনেই পঞ্চায়েত নির্বাচন।

বিধানসভায় রাজ্য সরকার নতুন কোনও বিল আনে কি না  সেই বিষয়ে সরকার পক্ষ কোনও আলোচনা করলে তা এদিন বোঝা যেতে পারে। সূত্রের খবর, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আসন্ন বিধানসভায় দুটি বিল আনা হতে পারে। তার মধ্যে একটি হল পুর নিগমগুলিতে দুটি ডেপুটি মেয়র পদ সৃষ্টির জন্য। অন্যটি হল, বাড়ির নকশা, মিউটেশনের সময়সীমা কমিয়ে আনা হতে পারে। 

আরও পড়ুন: Dengue: রাজ্যে ডেঙ্গি বাড়ছে, মালদহে মৃত্যু কিশোরের

তবে, এই বিষয়টি পরিষ্কার হবে বিধানসভার অধিবেশন (assembly session) শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির ( ba) বৈঠকে। সেখানে জানা যাবে এবারের অধিবেশনে আলোচনার গতিপ্রকৃতি। উল্লেখ্য, আগামী শুক্রবার ১৮ নভেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে।

RELATED ARTICLES

Most Popular